রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া হতে দৌলতদিয়া ২নং বেপারী পাড়ায় এলজিইডি কর্তৃক নির্মিত ইটের সলিং রাস্তার দুই পাশে থাকা বন বিভাগের রোপন করা বনায়নের গাছগুলো দুর্বৃত্ত চক্র নির্বিচারে কেটে নিয়ে বিক্রি করছে।
গতকাল ২৬শে জুলাই ৪টি বাবলা গাছ কেটে বিক্রি করেন ২নং বেপারী পাড়া গ্রামের ছরোয়ার ফকির। বিক্রিত ৪টি বাবলা গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও দৌলতদিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন উদ্ধার করে ইউনিয়ন পরিষদের রেখে দিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে দৌলতদিয়া ঘাট ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের এরশাদের দোকান এলাকায় হতে ২নং বেপারী পাড়া হয়ে দেবগ্রাম তেনাপচা পর্যন্ত নদীর পাড় দিয়ে রাস্তা নির্মিত হওয়ার পর বন্যা ও দুর্যোগ প্রতিরোধে রাস্তার দুই পাশে বন বিভাগের মাধ্যমে বৃক্ষ রোপন করা হয়েছিল। স্থানীয় জনগনকে উপকার ভোগী হিসেবে সম্পৃক্ত করে সামাজিক বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে বাবলা, বকাই, বন সিটকিসহ নানা প্রজাতির গাছরোপন করা হয়। বর্তমানে ওই গাছগুলো দুর্বৃত্তরা নির্বিচারে কেটে সাবার করছে। স্থানীয় বন কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছে।
গতকাল ২৬শে জুলাই সরেজমিনে দেখা যায়, মোটা বাবলা গাছের গুড়ি ঘোড়ার গাড়ীতে বহন করে “স” মিলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। জানতে চাইলে ঘোড়ার গাড়ী চালক সুজন ও শ্রমিক শফিক বলেন দৌলতদিয়া বেপারী পাড়ার মৃত ছাত্তার ফকীরের ছেলে ছরোয়ার ফকীর গাছ বিক্রি করেছে।
এ বিষয়ে গাছ বিক্রেতে ছরোয়ার ফকির বলেন, ওই সড়কের জায়গা আমরা দিয়েছি। সরকারীভাবে ওই গাছ রোপন করা হলেও আমরাই গাছের মালিক তাই গাছগুলি বিক্রি করে দিয়েছি। বেপারীরা গাছ কেটে নিচ্ছেন।
এর আগে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত বাহাদুর বেপারীর ছেলে শাজাহান শেখ ৩টি বাবলা গাছ, ১টি বকাই, ১ বনসিটকি গাছ আশ্রায়ন প্রকল্পের গাছ ব্যবসায়ী সিদ্দিক মন্ডলের কাছে বিক্রি করেন। সরকারী রাস্তার গাছ কেন কাটলেন জানতে চাইলেন শাজাহান শেখ ও সিদ্দিক মন্ডল বলেন, অনেকেই কেটে নেয়। কেউতো নিষেধ করে না। তাছাড়া ওগুলো আমাদের লাগানো গাছ তাই কেটেছি। এভাবে দিনের পর দিন ওই সড়কে বন্যা প্রতিরোধক বন বিভাগের রোপণ করা বাবলা গাছসহ নানা প্রজাতির গাছগুলো কেটে উজার করা হলেও কেউ কোন বাধা দেয় না বলে স্থানীয়রা জানায়।
দৌলতদিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চারটি বাবলা গাছ ঘোড়ার গাড়ীতে উঠানোর সময় উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রেখে দিয়েছি।
উপজেলা বন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, আগামীকাল তথ্য নিয়ে বন বিভাগের রোপণ করা গাছ হলে যারা গাছ কেটে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, সড়কের গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পাঠিয়ে গাছগুলো উদ্ধার করা হয়েছে। বন বিভাগের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।