ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরুজের সমর্থনে মাদরাসা শিক্ষকদের প্রচারণা
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-১৫ ১৪:৩৫:২৯

আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ১৫ই সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সফরসঙ্গী করে সারা জেলায় গণসংযোগ করেন। 
  নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন পর্যন্ত গণসংযোগ অব্যাহত রাখেন তিনি। পাশাপাশি তার সমর্থনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিম করে তালগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচার-প্রচারণা চালিয়েছেন। গত ৮ই অক্টোবর থেকে গতকাল ১৫ই অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন মাদরাসা শিক্ষকদের একটি প্রতিনিধিদল।
  গতকাল ১৫ই অক্টোবর এ প্রতিনিধির সাথে আলাপকালে পাংশা-বালিয়াকান্দি-কালুখালী মাদরাসা শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন এবং চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ কায়ছার আলী জানান, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের সমর্থনে পাংশার বাহাদুরপুর, যশাই, বাবুপাড়া, মৌরাট, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপি, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর, নারুয়া, জামালপুর, জঙ্গল, বহরপুর, ইসলামপুর ও বালিয়াকান্দি সদর ইউপি, কালুখালী উপজেলার সাওরাইল, মৃগী, বোয়ালিয়া, মাজবাড়ী ও রতনদিয়া ইউপি এবং রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর, রামকান্তপুর, বানিবহ, মূলঘর ও দাদশী ইউপিতে গণসংযোগ করেছেন তারা। গণসংযোগকালে প্রতিনিধিদলের সাথে ছিলেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নূরুল আমীন, পাংশা-বালিয়াকান্দি-কালুখালী মাদরাসা শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, চরঝিকড়ী দাখিল মাদরাসার সুপার ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, পুঁইজোর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাঈদ আহমদ, মাজবাড়ী আলীম মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রব, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, তেতুলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মুরাদ, সমশপুর দাখিল মাদরাসার সুপার মোঃ জিল্লুর রহমান, নওপাড়া ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ সোহরাব হোসেন, ঘিকমলা বালিকা দাখিল মাদরাসার সুপার মোঃ মারুফ হোসেন ও গোধূলী খালকুলা দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল মমিন প্রমূখ।
  আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন বলেন, রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে তালগাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একেএম শফিকুল মোরশেদ আরুজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। একেএম শফিকুল মোরশেদ আরুজ একজন ভালো মানুষ। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে তিনি যোগ্য প্রার্থী। একেএম শফিকুল মোরশেদ আরুজ পেশায় শিক্ষক ছিলেন। তিনি পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ। কলেজে শিক্ষকতা করাকালীন সময় থেকে তার সাথে মাদরাসা শিক্ষকদের সুসম্পর্ক গড়ে উঠে। একেএম শফিকুল মোরশেদ আরুজ বর্তমানে চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসা এবং পাংশা শাহজুঁই কামিল মাদরাসার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় মানবিক ও নীতিগতভাবে সমর্থন দিয়ে তার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে। প্রচার-প্রচারণাকালীন সময়ে যেখানে গিয়েছি সেখানকার লোকজন প্রত্যেকেই বলেছেন, একেএম শফিকুল মোরশেদ আরুজ একজন যোগ্য প্রার্থী। তিনি পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের তালগাছ প্রতীক জয়যুক্ত করতে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করছেন। সম্মানিত জনপ্রতিনিধিরাও একেএম শফিকুল মোরশেদ আরুজকে জয়যুক্ত করতে কাজ করছেন। ফলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।

 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ