ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বড়নূরপুরে ফ্রেন্ডস কংক্রিট ব্রিকস এন্ড ব্লকস-এর উৎপাদন উদ্বোধন
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২২-১০-২১ ১৪:১১:২২

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর গ্রামে ‘ফ্রেন্ডস কংক্রিট ব্রিকস এন্ড ব্লকস’ নামক একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
  এ উপলক্ষ্যে গতকাল ২১শে অক্টোবর বিকালে প্রতিষ্ঠানের কারখানায় আয়োজিত অনুষ্ঠানে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের মেশিন সরবরাহকারী সেইফওয়ে টেকনোলজিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক খান, বিশেষ অতিথি হিসেবে সেইফওয়ে টেকনোলজিস লিঃ এর মহাব্যবস্থাপক সামছুদ্দিন হারুন, অন্যান্যের মধ্যে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী বেপারী, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন, ফ্রেন্ডস কংক্রিট ব্রিকস এন্ড ব্লকসের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ও পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনিরের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
  উদ্যোক্তারা জানান, তাদের অটোমেটিক মেশিনে পাথরকুচি, বালু ও সিমেন্টের মিশ্রণে পরিবেশ বান্ধব কংক্রিট ইট ও ব্লক উৎপাদন করা হবে।  

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ