ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
জাতীয় নিরাপদ সড়ক দিবসে রাজবাড়ীতে র‌্যালী ও সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-২২ ১৫:০৩:০৫

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেলের আয়োজনে গতকাল ২২শে অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান।
  সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোঃ রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জাফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোহাম্মদ জহুরুল হক, ড্রাইভার নজরুল ইসলাম ও কাজী আব্দুস শহীদ রতন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। সময়ের চেয়ে জীবনের দাম বেশী-এটা মনে রাখতে হবে। শুধুমাত্র সচেতনতার অভাবে প্রতি বছরে সড়ক দুর্ঘটনায় আমাদের দেশের অনেক মানুষ মারা যায়। অসংখ্য মানুষ পঙ্গু-আহত হয়। গাড়ীর মালিকদের শুধু ব্যবসায়ীক মনোভাব নিয়ে গাড়ী চালানো উচিত নয়। চালকদের সুযোগ-সুবিধার কথাও চিন্তা করতে হবে। পথচারীদের রাস্তা পারাপার সময় ডানে-বামে ভালো করে দেখে পারাপার হতে হবে। যেখানে ফুটওভার ব্রিজ আছে সেটা দিয়ে পার হতে হবে। সবাই সচেতন হলে, আইন মেনে চললে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ