ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-২২ ১৫:০৬:২৪

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ও বরাট ইউনিয়ন এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২জনকে ৩লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ২২শে অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

  তিনি জানান, অভিযানকালে মিজানপুর ইউনিয়নের গোদার বাজারের পার্শ্ববর্তী এলাকার পদ্মা নদী থেকে জেলা প্রশাসনের ইজারা দেয়া এলাকার বাইরে থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ওয়াজ মন্ডল নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২লাখ টাকা এবং একইভাবে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহাঙ্গীর নামে অপর একজনকে ১লাখ টাকা জরিমানা করা হয়। পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ