ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় শ্যামা পূজা ও দীপাবলি উৎসব
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-২৫ ১৪:২৫:৩৫

রাজবাড়ী জেলার পাংশায় গত ২৪শে অক্টোবর নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

  এ উপলক্ষে সনাতন ধর্মীয় লোকজন পূজা, প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে। ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সোমবার রাতে পূজা শেষ হলেও গতকাল ২৫শে অক্টোবর পর্যন্ত প্রসাদ বিতরণ কার্যক্রম চলে।

  জানা যায়, পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির, পাংশা বাজার কেন্দ্রীয় কালী মন্দির, ভাই ভাই সংঘ পূজা মন্দির, নারায়নপুর কল্যাণ সংঘসহ বিভিন্দ মন্দিরে ও সনাতন ধর্মাবলম্বী অনেকের বাড়ীতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের আয়োজন করা হয়।

  পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরহিত শ্রী গোপাল চন্দ্র রায় বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টায় চন্ডীপাঠ, রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত সময়ে কালী পূজা অনুষ্ঠিত হয়। পূজা অন্তে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 

  পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি উৎসবে মন্দিরের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাধারণ সম্পাদক গৌতম বসাক, তাপস কুমার পাল, মোহনলাল আগরওয়ালা, অমিত কুন্ডু (লাল্টু)সহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ