রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জনবহুল দৌলতদিয়া ঘাট এলাকায় ফের সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। গতকাল ২৫শে অক্টোবর বিকালে দেখা যায় পিঠে ভাব নিয়ে বসে আছেন মাহুত। আর এই মাহুতের বিশেষ সাংকেতিক নির্দেশে মহাসড়কে বিভিন্ন যানবাহন ও দোকানের সামনে যাচ্ছে হাতি। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে। শুঁড়ের মাথায় ৫০/১০০ টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি। টাকা না দিলে হাতি দিয়ে ভয় দেখাচ্ছে মাহুত। এ ভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। এতে স্থানীয় ব্যবসায়ী ও যানবাহনের চালক এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা গেছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবী জানিয়েছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে দৈনিক মাতৃকণ্ঠে দৌলতদিয়া ঘাট এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজির সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল।