উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড কালুখালী শাখার স্থানান্তরিত নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৫শে অক্টোবর সকালে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় বড় পরিসরে নতুন এই শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেডের কালুখালী শাখার ব্যবস্থাপক মোঃ আলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মুনতাসির আল মামুন, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট (অবঃ) মোঃ আকামত আলী মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুল গণি, মোঃ মাকসুদুর রহমান, কাজী ইমদাদুল হক রাকু, জসিম উদ্দিন মোল্লা ও ডাঃ গোপাল শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে দোয়া ও মোনাজাত করা হয়।