রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল ২৫শে অক্টোবর সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান কর্মশালার উদ্বোধন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামীকাল ২৭শে অক্টোবর ৩দিনের এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে। গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছে।