রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৫শে অক্টোবর থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা শুরু হয়। উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ এতে অংশগ্রহণ করেন।
গতকাল ২৭শে অক্টোবর দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাহাবুর রহমান শেখ অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান, সদস্য সচিবদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।