রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় শহর রক্ষা বেরী বাঁধ, স্কুল, মাদ্রাসা ও কৃষি জমি রক্ষার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটা বন্ধের দাবীতে গতকাল ২৯শে অক্টোবর সকালে উড়াকান্দা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে।
বরাট ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, বরাট ইউনিয়ন ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী সরদার, জেলা কৃষক মুক্তি আন্দোলনের আহ্বায়ক সামছু মোল্লা, কৃষক মুক্তি শ্রমিক আন্দোলনের আহ্বায়ক মন্টু মোল্লা, বরাট ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও দেবগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এক শ্রেণীর অবৈধ সম্পদ লোভী এবং কুচক্রী মহল পদ্মা নদীর বিভিন্ন স্থান হতে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। নদী থেকে বছরের পর বছর ধরে বালু উত্তোলন করায় ইতোমধ্যে শত শত বিঘা ফসলী জমি, বসত বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার হতে গোয়ালন্দ ঘাট পর্যন্ত বেরী বাঁধ সংলগ্ন যেমন- ছিলিমপুর, গাছিয়াদহ, মালিকান্দা, উড়াকান্দা, নয়নসুখ, ফুরসা হাট, কামারডাঙ্গী, শিতলপুর, বাঘাবাড়ী, চর দেলন্দি, দেবগ্রামসহ, লালগোলা বাজার, উড়াকান্দা প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, হাসপাতাল, উড়াকান্দা বাজার, কাঠুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন, আকিরন নেছা কলেজ মাদ্রাসা এতিমখানা ও মসজিদ, নয়নসুখ স্কুল, আশ্রয় কেন্দ্র এবং কৃষকের আবাদী জমি ও ঘর-বাড়ী হুমকির মধ্যে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বালু সিন্ডিকেট সংশ্লিষ্টদের ম্যানেজ করায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে গত কয়েক বছরে শত শত কোটি সরকারী অর্থ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন বক্তারা।