রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ব্যাংক একাউন্ট খোলা ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার সহযোগিতায় গতকাল ২রা নভেম্বর দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম সৌরভ। এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর নূরুল ইসলাম সৌরভসহ বিদেশগামী কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আপনারা যারা বিদেশে যাচ্ছেন তারা কাজ করে যে বেতন পাবেন তা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন। বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রতি এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা করে সরকারী প্রণোদনা দেয়া হয়। বৈধভাবে টাকা পাঠালে কোনো ঝুঁকি থাকে না, দেশ উপকৃত হয়। ব্যাংক একাউন্টে টাকা সঞ্চয় করলে নিরাপদে থাকে। ফিরে এসে সঞ্চিত টাকা ইচ্ছামতো কাজে লাগানো যায়। দক্ষতা অর্জন ছাড়া কেউ বিদেশে যাবেন না। তাহলে আয় বৈষম্যের শিকার হতে হবে না। কারণ অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিকরা অনেক বেশী বেতন পায়।
রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ বলেন, আপনাদের(বিদেশগামী) আয়ের অর্থের সুব্যবহার ও নিরাপত্তার জন্য ব্যাংক একাউন্ট থাকা জরুরী। যারা বিদেশে যাবেন তারা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের নামেও ব্যাংক একাউন্ট খুলে যাবেন। এছাড়া দক্ষ না হয়ে কেউ বিদেশে যাবেন না। আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়, যা তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে।
ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক বলেন, ব্র্যাক ব্যাংক বিদেশগামীদের বিনা খরচে একাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। আপনারা বিদেশে গিয়ে এই একাউন্টের মাধ্যমে নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারবেন।
আলোচনা পর্বের শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশগামী কর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও বিদেশগামী কর্মীদের নামে ব্র্যাক ব্যাংকের একাউন্ট খোলা হয়।