রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৩রা নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাচিত কৃষকদের মধ্যে সরকারী ৫০% ভতুর্কির বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি তুলে দেন।
সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান প্রমুুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। আমাদের লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও চাষাবাদের জন্য জমি কিন্তু বাড়ছে না। আমাদের নেত্রী বলেছেন, কোন জমি অনাবাদি রাখা যাবে না। তরুণদেরকে চাকুরীর পিছনে না ঘুরে বাড়ীর পাশের জমিতে চাষাবাদ করতে বলেছেন। যাতে করে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। কৃষিকে আধুনিকায়ন করে যান্ত্রিক যন্ত্রপাতি ব্যবহার করে বর্তমান কৃষি ক্ষেত্রে অনেক উন্নত করেছেন বর্তমান সরকার। সরকার কৃষকদের মাঝে ভর্তূকি দিয়ে ট্রাক্টর দিচ্ছে। ধান কাটার জন্য হার্বেস্টার মেশিন দিচ্ছে। সরকার কৃষকদের বীজ, সার সহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। আমরা পরনির্ভরশীল না হয়ে, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে খেতে পারি।