ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
বাড়ী থেকে পালিয়ে আসা শিশুকে পরিবারের হাতে তুলে দিল গোয়ালন্দ ঘাট থানা পুলিশ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-১১-০৪ ১৪:৩০:১৪

মা-বাবার উপর অভিমান করে বাড়ী থেকে পালিয়ে আসা শিশু সোহান মিয়া (৭)কে গতকাল ৪ঠা নভেম্বর দুপুরে পরিবারের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১লা নভেম্বর রাতে থানা পুলিশের একটি টহল টিম দৌলতদিয়া দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় শিশুটিকে কান্নারত অবস্থায় পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির জিজ্ঞাসাবাদ করে ও বিভিন্ন মাধ্যমে তার বাড়ীর ঠিকানা সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিবারের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত শিশুটিতে সযত্নে থানায় রাখা হয়। শিশুটি খুলনা জেলার দীঘলিয়া থানার বারাকপুর এলাকার নাজমুল মিয়ার ছেলে। দুরন্তপনার জন্য মা-বাবার রাগারাগি করলে সে ট্রেনে করে দৌলতদিয়া ঘাটে চলে এসেছিল। সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা গোয়ালন্দ ঘাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 

 

রাজবাড়ী থেকে ৭ ঘন্টা বিলম্বে ছেড়ে গেলো মধুমতি এক্সপ্রেস
গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
গোয়ালন্দের ইউএনও’কে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি
সর্বশেষ সংবাদ