ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) সংসদীয় আসনের দুইটি ইউনিয়নকে পার্শ্ববতী সংসদীয় আসন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংযুক্ত করার প্রতিবাদ এবং তা পুনর্বহালের দাবীতে পুনরায় তিন দিনের চলমান সড়ক ও রেলপথ অবরোধ প্রশাসনের আহবানে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা। ফলে সাড়ে ১১ ঘন্টা পর সড়ক-রেলপথে যান চলাচল শুরু হয়।
এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-গোপালগঞ্জ-খুলনা এবং ঢাকা-বরিশাল-কুয়াকাটা (এক্সপ্রেসওয়ে) মহাসড়কসহ ভাঙ্গার অন্তত ৮টি স্থানে কাফনের কাপড় গায়ে জড়িয়ে গাছের গুড়ি, বিদ্যুতের খুঁটি ও টায়ার জ্বালিয়ে ৫ম দিনের মত রেলপথ ও সড়ক পথ অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা।
তবে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই’ ঘোষণা দেন। বিকেলের মধ্যেই স্থানীয় প্রশাসন বিক্ষুব্ধদের অবরোধ খুলে দেওয়ার জন্য বলেন। এরপর প্রশাসনের আহবানে আধাঘন্টা আগে বিকেল সাড়ে ৫টায় অবরোধ থেকে তুলে দেন বিক্ষুব্ধরা।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে আলগী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের তিন বারের সাবেক ইউপি সদস্য এসকেন্দার মিয়া আজ ১৫ই সেপ্টেম্বর আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আন্দোলনকারীদের উদ্দ্যেশে বলেন, আলগী ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে মুক্তি দিতে। তিনি বলেন, বিকেলে থানার ওসি ও ভাঙ্গা সার্কেল এসপি এসে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের কথা জানিয়ে বলেছেন এখনই আন্দোলন বন্ধ করতে হবে। কিন্তু আমরা রাজি হইনি। আমরা জানিয়েছি, তাদের সম্মানে বিকেল সাড়ে ৫টায় রাস্তা ও রেলপথ খুলে দেবো। তবে আগামীকাল আবারো অবরোধ চলবে।
আলগী ইউপির সাবেক সদস্য এসকেন্দার মিয়া বলেন, ভাঙার ইতিহাস ও ঐতিহ্য আমাদের রক্তে মিশে আছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলনে ভাঙ্গার মানুষ জীবন দিয়েছে, আন্দোলন করেছে। তাই আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত নগরকান্দায় গিয়ে নতুন আসনে আমরা যাবো না। ভাঙ্গার মাটি আমরা কোনোভাবেই ছাড়বো না।
জানা যায়, সীমানা পুনর্বিন্যাসের দাবীতে টানা ৪দিন অবরোধের পর শুক্রবার ও শনিবার অবরোধ তুলে নেওয়ার পর শনিবার বিকেলে আলগী ও হামিরদী ইউনিয়নবাসীর আয়োজনে আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলন করে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন আলগী ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়া। এরপর রবিবার ভোর রাতে ইউপি চেয়ারম্যানকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। তারপরও বিক্ষুব্ধ জনতা রবিবার ঢাকা-গোপালগঞ্জ-খুলনা এবং ঢাকা-বরিশাল-কুয়াকাটা(এক্সপ্রেসওয়ে) মহাসড়ক এবং খুলনা-ভাঙ্গা-ঢাকাগামী নকশি কাঁথা কম্পিউটার ও ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস রেলপথ আটকে দেওয়া হয়।
গতকাল ১৪ই সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, সড়ক ও রেলপথে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কাফনের কাপড় গায়ে জনতা সড়ক ও রেলপথে নেমে আসে। মনসুরাবাদ এলাকায় তারা সড়কে শুয়ে পড়ে শ্লোগান দিতে থাকেন “আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, “রক্ত লাগলে রক্ত নে, ভাঙ্গার মাটি ছেড়ে দে।” অবরোধকারীরা সকাল থেকেই নকশিকাঁথা ট্রেন আটকে দেয় এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা জংশনে দাঁড়িয়ে থাকে। এর সাথে বন্ধ থাকে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার সকল ধরণের যান চলাচল। একই সাথে ভোগান্তিতে পড়ে সড়ক ও রেলপথে চলাচলকারী যাত্রীরা।
দুপুরে অবরোধকারীদের উদ্দেশ্যে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সীমানা পুনর্বিন্যাস বিষয়ে ভাঙ্গা উপজেলার জনগণের আন্দোলনের সাথে আমরা প্রথম থেকেই সহমর্মী ছিলাম। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে কোন বাঁধা বা চাপ সৃষ্টি করা হয়নি। বিষয়টি নির্বাচন কমিশনের ব্যাপার। তাই আইনগত প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু দিনের পর দিন রাস্তা বন্ধ করে এভাবে মানুষের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ করে ভোগান্তিতে ফেলা হচ্ছে। আমি আন্দোলনকারীদের অনুরোধ করবো, হাজার হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি না করে আইনের মাধ্যমে সমাধান করুন। নতুবা আইন-শৃঙ্খলা বাহিনী হাজার হাজার মানুষের যানবাহন চলাচল নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।