রাজবাড়ী জেলার গোয়ালন্দে ব্যতিক্রম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ঠা নভেম্বর সকালে কামরুল ইসলাম সরকারী কলেজের মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সাবেক ও সৌখিন ফুটবল খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করে। খেলোয়াড়দের বয়স ছিল সর্বনিম্ন ৪০ বছর। অংশগ্রহণকারী ৪০ জন খেলোয়াড়ের মধ্যে ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ কয়েকজন কাউন্সিলর, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
সবুজ ও লাল দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা খেলায় অংশ নেন। এক ঘণ্টার খেলাটি ১-১ গোলে ড্র হয়। সবুজ দলের পক্ষে দলের অধিনায়ক পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল ও লাল দলের পক্ষে আতাউর রহমান মঞ্জু গোল ২টি করেন।