ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে ‘প্রেম পারিজাত ও মুক্তির গান’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-০৫ ১৪:৩৯:০৯

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ৫ই নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি হাসান সৈয়দের কাব্যগ্রন্থ ‘প্রেম পারিজাত ও মুক্তির গান’ এর পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 
  মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফের মোশার্রফ আলী, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন সিভিল সার্জন ও জেলা বিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ পারিজাত কুমার পাল, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, মুখ্য আলোচক হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুর, আলোচক হিসেবে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব। শুভেচ্ছা বক্তব্য রাখেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক বি.এম রাশেদ, বিশিষ্ট নাট্যজন ম. নিজাম এবং জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ‘প্রেম পারিজাত ও মুক্তির গান’ কাব্যগ্রন্থের লেখক কবি হাসান সৈয়দ। এছাড়া পাঠ-উন্মোচনের পূর্বে কবি পরিচিতি পাঠ করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের যুগ্ম-সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম।   
  আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন আহসান হাবীব, রাজ্জাকুল আলম, কবি শাহেদ মুশতার, কবি ফারহানা মিনি, কবি তাহমিনা মুন্নী, গোলাম মোর্তজা সাগর, তামান্না আমান মিষ্টি, কবি পারভীন হক, কবি সৈয়দ মজনু এবং গান পরিবেশন করেন মৃণাল কান্তি বিশ্বাস ও মামুন খান।   

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ