রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ৯ই নভেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাজনীন রেহানা, অন্যান্য অতিথিদের মধ্যে প্রধান শিক্ষক মৃণাল কান্তি সিকদার, সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হাসান ও সিনিয়র সহকারী শিক্ষক শাজাহান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাজনীন রেহানা বলেন, বর্তমান সরকার লিগ্যাল এইডের কার্যক্রমের মাধ্যমে গরীব-অসহায় মানুষকে বিনা খরচে আইনী সেবা দিচ্ছে। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। নারীদের বাল্য বিবাহ থেকে রক্ষা করে শিক্ষা-দীক্ষা ও কারিগরি শিক্ষায় দক্ষ করে মানবসম্পদে পরিণত করতে পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এছাড়া মাদক, নারী ও শিশুর প্রতি সহিংসতা, গুজব ও অপপ্রচার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য বড় বাধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল গড়তে হলে আমাদের প্রত্যকের জায়গা থেকে এসব সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে হবে।