ঢাকা বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
রাজবাড়ীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-২৮ ১৫:৪১:৫০

 রাজবাড়ীতে ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) কোর্স উদ্বোধন করা হয়েছে।
 গতকাল ২৮শে অক্টোবর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন। প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপানুষ্ঠানিক শিক্ষাকে শুধু সাক্ষরতার সীমায় আবদ্ধ না করে, এটি দক্ষ মানবসম্পদ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অভিহিত করেন।

 

জাল পোড়ানো দেখতে গিয়ে অগ্নিদগ্ধ  শিশু মোস্তফা রুহুল হাসপাতালে কাতরাচ্ছে
পল্টন ট্রাজেডি দিবসে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
 রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ
সর্বশেষ সংবাদ