ঢাকা বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
দল যাকেই মনোনয়ন দিক আমরা ধানের শীষের জন্য কাজ করবো-------সাবেক এমপি খৈয়ম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১০-২৭ ১৫:২১:০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৭শে অক্টোবর বেলা সাড়ে ১১টায় শহরের আজাদী ময়দানের জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 
 র‌্যালীটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি ফলক চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 
 এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি বড় অঙ্গ সংগঠন হচ্ছে যুবদল। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের সকল নেতাকর্মীকে আমি শুভেচ্ছা জানাই।
 যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্য সাবেক এমপি খৈয়ম নেতা বলেন, আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অনেক কঠিন হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিক আমরা ধানের শীষের জন্য কাজ করবো। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধানের শীষ উপহার দিব। এজন্য আমাদের ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। আমরা ঐকবদ্ধ থাকলে আগামী দিনের রাষ্ট্র নায়ক হবে তারেক রহমান।
 তিনি আরও বলেন, গতকাল আমরা বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়েছিলাম সকল মনোনয়ন প্রত্যাশীরা। সেখানে তারেক রহমান আমাদের সকল মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন এবং গ্রুপিং বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। তারেক রহমান বলেছেন দেশের এই দুর্দিনে সকলকে ভেদাভেদ ভুকে একসঙ্গে কাজ করতে বলেছেন।
 তিনি বলেন, আগামী নির্বাচনের ধানের শীষ হাতে নিয়ে প্রত্যেকটি পাড়া-মহল্লায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে তারেক রহমানের ৩১ দফার রূপরেখা মানুষের দারে দারে ঘরে ঘরে পৌঁছে দিব। যুবদল সহ অন্যান্য দলের ভাইয়ের ধৈর্য্যরে পরীক্ষা দিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের ধৈর্য্যের পুরস্কার আমাদের দিয়েছেন। আগামী নির্বাচন পর্যন্ত সকল ভেদাভেদ ভুলে আমাদের রাজপথে থাকতে হবে। ধানের শীষকে আমাদের ঘরে তুলতে হব।
 র‌্যালীতে জেলা যুবদলের আহ্বায়ক ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মন্ডল, সাবেক যুবদল নেতা মনিরুজ্জামান মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার, রাজবাড়ী পৌর যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুজ্জামান খায়রু, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক ফরিদ সরদার, বালিয়াকান্দি উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান মিজান, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক ছাত্র নেতা ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুজ্জামানসহ জেলা যুবদল, পৌর যুবদল ও উপজেলা যুব দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
 কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
 গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সর্বশেষ সংবাদ