ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-১১-০৯ ১৩:৫৪:১৭

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৯ই নভেম্বর দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। 
  সকালে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খানমেলার উদ্বোধন করেন। 
  সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। 
  এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খানসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, যেকোনো দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হলে সরকারকে অবশ্যই দূরদৃষ্টিসম্পন্ন হতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে ডিজিটাল বাংলাদেশে পরিণত করছে। যার ফলে দেশ অবকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানী, সমুদ্র এমন কোনো খাত নেই যেখানে সফলতা আসেনি। আজ দেশে আইসিটি খাতে শক্তিশালী অবকাঠামো গড়ে উঠেছে। ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গেছে। দেশের অধিকাংশ মানুষ এখন মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করছে। মোবাইল ব্যাংকিংয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ই-নথি, জাতীয় তথ্য বাতায়ন, জাতীয় হেল্পলাইন ৩৩৩, ই-নামজারী, আর.এস খতিয়ান সিস্টেম, কৃষি বাতায়ন, ই-চালান, কিশোর বাতায়ন, মুক্তপাঠ, শিক্ষক বাতায়ন, আই-ল্যাব, করোনা পোর্টাল, মা টেলি হেলথ সার্ভিস, প্রবাস বন্ধু কল সেন্টার, ভার্চ্যুয়াল কোর্ট সিস্টেম, ডিজিটাল ক্লাসরুমসহ অনলাইনে অসংখ্য সেবা জনগণের জীবনযাত্রাকে সহজ করেছে। করোনার মতো মহামারী মোকাবেলায় বাংলাদেশ অনন্য সাফল্য দেখিয়েছে প্রযুক্তির কল্যাণে, যা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যার মাধ্যমে উদ্ভাবন ও গবেষণা ছাড়া ডিজিটাল অর্থনীতি বিকশিত হয়েছে। দেশের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। যার সুফল আজ রাজবাড়ী জেলাসহ সারা দেশের মানুষ পাচ্ছে। এর সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব ও দিক-নির্দেশনার কারণে। যার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সাশ্রয়ী, টেকসই, উদ্ভাবনী ও বুদ্ধিদীপ্ত এবং জ্ঞাননির্ভর স্মার্ট উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। 
  আলোচনা পর্বের শেষে প্রধান অতিখি জেলা প্রশাসক আবু কায়সার খানসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শ করেন।
 বিকালে একই স্থানে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথীসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, মেলার ৪টি প্যাভিলিয়নের ১৭টি স্টলে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী প্রদর্শনী নিয়ে অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ