ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-১০ ১৬:৫৮:২৭

রাজবাড়ীতে নানা আয়োজনে দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। 
   গত ৯ই নভেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেনসহ অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। সভাপতিত্ব করেন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সহ-সভাপতি অনুপ কুমার দাস এবং সঞ্চালনা করেন অনুষ্ঠান বিষয়ক সম্পাদক কনা রাণী দাস ও অর্থ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম। আলোচনার ফাঁকে ফাঁকে নাচ-গান পরিবেশন, কবিতা আবৃত্তি ও বেহালা বাজানো হয়। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ