ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
জামিনে মুক্তি পেলেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান
  • খালেদা ইয়াসমিন লিপি
  • ২০২২-১১-১৩ ১৪:২৭:২৩

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

  গতকাল ১৩ই নভেম্বর দুপুরে তিনি ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। 

  জানা গেছে, এক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় গত ৯ই জুলাই ওয়াদুদ মাতুব্বরসহ কয়েকজনের বিরুদ্ধে সালথা থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় গত ১৩ই জুলাই ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন ফরিদপুরের ৬নং আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে (কারাগারে) পাঠানোর আদেশ দেন। এরপর কয়েক দফায় নিম্ন আদালতে জামিনের আবেদন নাকচ হওয়ার পর গত ৯ই নভেম্বর ওয়াদুদ মাতুব্বর হাইকোর্ট থেকে জামিন পান। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ