ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
বালিয়াকান্দির ৩জন কৃষকের মধ্যে ভর্তুকির পাওয়ার টিলার বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-১৩ ১৪:২৯:০৩

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৩জন কৃষকের মধ্যে গতকাল ১৩ই নভেম্বর বিকালে সরকারী ভর্তুকির পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। 

  বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পাওয়ার টিলার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

   বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিতরণকৃত প্রতিটি পাওয়ার টিলারের মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা। এর মধ্যে ১লক্ষ টাকা করে সরকার ভর্তুকি দিয়েছে।  

রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় চেয়াম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী  এস.এম নওয়াব আলীর পথসভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ