ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-১১-১৫ ১৩:৪৯:২৯

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৫ই নভেম্বর সকালে রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

  রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, স্বাগত বক্তা হিসাবে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান ও অন্যান্য অতিথিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, অগ্নিকান্ড প্রতিরোধ ও অগ্নিনির্বাপণসহ সচেতনতার লক্ষ্যে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হচ্ছে। অসাবধানতাই অগ্নিকান্ডের মূল কারণ। লাকড়ির চুলা ও গ্যাসের চুলা ব্যবহারের পর সময়মতো নিভিয়ে ফেলা, সিগারেট ও মশা মারার কয়েলের ব্যাপারে সতর্ক থাকা, ছোট বাচ্চাদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখা এবং মানসম্পন্ন বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করলে আমরা অগ্নিকান্ড থেকে অনেকটাই মুক্ত থাকতে পারে। অগ্নিকান্ড সবসময়ই বিপজ্জনক হয়ে থাকে, যার মাধ্যমে অপূরণীয় ক্ষতি হয়। সেই বিষয়টি চিন্তা করে বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করছে, যাতে কোনো জায়গায় আগুন লাগলে স্বল্প সময়ের মধ্যে সেই আগুন নেভানোর মাধ্যমে যতটা সম্ভব ক্ষয়-ক্ষতি কমানো যায়। তবে অত্যন্ত পরিতাপের বিষয় দেশের উন্নয়নের সাথে সাথে সব জায়গায় পুকুর ভরাট হয়ে যাওয়ার কারণে এখন ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে পানির বিষয়টি মাথায় রেখে পানির গাড়ী সাথে নিয়ে যেতে হয়। আবার অনেক ক্ষেত্রে বাড়ীর মালিকরা রাস্তার জন্য পর্যাপ্ত জমি না ছাড়ার কারণে অনেক জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছাতে দেরী হয়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এ জন্য নিজেদের সেফটির কথা চিন্তা করে ফায়ার সার্ভিসের গাড়ী ঢোকার মতো জায়গা রেখে বাড়ী করা উচিত। 

  সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় সকল সুবিধা পৌঁছে দিচ্ছেন। সকলে মিলে সহযোগিতা করলে তার ভিশন অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো। বক্তব্যের শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

  সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সবার বেসিক ধারণা থাকা দরকার। বাড়ীতে অগ্নিকান্ড ঘটলে আগে মেইন সুইসটি বন্ধ করতে হবে। গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ড হলে কী করতে হবে সে বিষয়ে জানতে হবে। ফ্ল্যাট বাসার রান্নাঘরের গ্যাসের লাইনে বা চুলায় লিক থাকলে সেখান থেকে গ্যাস বের হয়ে জমে যায়, পরে চুলা জ্বালাতে গেলে দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর সরঞ্জাম ব্যবহারের বিষয়ে জানতে হবে। সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। 

  অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ এসে পৌঁছালে তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা তাদেরকে গার্ড অব অনার প্রদান করে। 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ