রাজবাড়ীতে গত ২২শে মে সকাল থেকে জেলার ৫টি উপজেলায় মে মাসে গুদামে মজুদকৃত টিসিবি’র পণ্য স্মার্ট কার্ডধারী উপকারভোগীর পাশাপাশি রাজবাড়ী জেলার সকল উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু হয়ছে।
জানা গেছে, গত ২২শে মে থেকে আগামী ৩রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিনসহ মোট ১৩দিন ভ্রাম্যমাণ ট্রাকে জেলার ৫টি উপজেলাতেই এই বিক্রি কার্যক্রম চলমান থাকবে। দৈনিক ট্রাক প্রতি ৪শত জন সাধারণ জনসাধারণের কাছে জনপ্রতি ১ কেজি চিনি(কেজি প্রতি ৮৫ টাকা), ২ কেজি মসুর ডাল (কেজি প্রতি ৮০ টাকা) ও ২ লিটার ভোজ্য তেল (কেজি প্রতি ১৩৫ টাকা) বিক্রি করা হবে।