ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
সফল কৃষি উদ্যোক্তা’র সম্মাননা পেলেন মাল্টা চাষী রাজবাড়ীর কাজী সিদ্দিকুর
  • আশিকুর রহমান
  • ২০২২-১১-১৬ ১৩:৫৮:৩৮

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে সফলতা অর্জন করায় ‘সফল কৃষি উদ্যোক্তা’ হিসেবে সম্মাননা পেয়েছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের কাজী সিদ্দিকুর রহমান। 

  গতকাল ১৬ই নভেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্দিকুর রহমানের হাতে প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা স্মারক তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

  উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন সেখ বক্তব্য রাখেন।

  কাজী সিদ্দিকুর রহমান জানান, তিনি দুবাইতে থাকতেন। ২০২০ সালের জানুয়ারীতে দুবাই থেকে ফিরে বেকার হয়ে পড়েন। কি করবেন তা ভাবতে ভাবতে নিজের ৩০ শতাংশ জমিতে শুরু করেন মাল্টা চাষ। পরে আশেপাশের জমি লিজ নিয়ে বাগানের পরিধি বাড়ান। বর্তমানে ৮ বিঘা জমিতে রয়েছে মাল্টা বাগানটি। তার বাগানে বারী-ওয়ান ও সাউথ আফ্রিকান জাত মিলিয়ে মোট মাল্টা গাছ রয়েছে ৭০০ টি। পাশাপাশি রয়েছে দার্জিলিং কমলা গাছও। জেলার মধ্যে সাউথ আফ্রিকান মাল্টা চাষী হিসেবে তিনিই একমাত্র বলে দাবি সিদ্দিকুর রহমানের। এবারই প্রথম ফলন এসেছে মাল্টা বাগানটিতে। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন তিনি।

  তিনি আরও জানান, এ মাল্টা বাগান করতে তার খরচ হয়েছে ৩০ লাখ টাকা। বর্তমানে তিনি বাগান থেকে প্রতি কেজি বারী-ওয়ান মাল্টা বিক্রি করেন ১০০ টাকা কেজি দরে। আর সাউথ আফ্রিকান মাল্টা বিক্রি করছেন ১৫০ টাকা কেজি দরে। তার সফলতা দেখে আশেপাশের বেকার যুবকরাও মাল্টা চাষে আগ্রহ প্রকাশ করছে।

  সফল কৃষি উদ্যোক্তা’র সম্মাননা কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করেন কাজী সিদ্দিকুর রহমান।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ