ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে মাস্ক ও হেলমেট না পড়লে দিতে হবে অর্থ জরিমানা
  • ইউসুফ মিয়া
  • ২০২০-০৮-২০ ১৫:১২:১২
রাজবাড়ী শহরে গতকাল ২০শে আগস্ট বিকালে মোটর সাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক ও হেলমেট পরার ব্যাপারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে মোটর সাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক ও হেলমেট পরার ব্যাপারে অভিযানে নেমেছে ভ্রাম্যমান আদালত।
  গত কয়েকদিনের অভিযানের ধারাবাহিকতায় গতকাল ২০শে আগস্ট বিকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে শহরের পান্না চত্বর মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রায় অর্ধশত মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়। মোটর সাইকেলের যাবতীয় কাগজপত্র আপ-টু-ডেট থাকলেও মাস্ক, হেলমেট না থাকলেই জনপ্রতি ৫শত, ১হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, করোনা সংক্রমণ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে মোটর সাইকেল চালকদের মাস্ক ও হেলমেট ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। চলতি আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২হাজার মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ