ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে আরো ৫৫ জনের করোনা শনাক্ত॥জেলায় মোট আক্রান্ত-২২৩৩
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২০ ১৫:১৬:০৪

রাজবাড়ী জেলায় এক দিনে আরো ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২হাজার ২৩৩ জনে। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২০শে আগস্ট  আরো ১৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন মারা গেছেন এবং ১হাজার ২২০ সুস্থ হয়েছেন। ৩৬ জন হাসপাতালে ভর্তি এবং ৯০৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রাজবাড়ী জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মধ্যে ৮ হাজার ৬৩০ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ২০০ জনের রিপোর্ট পেন্ডিং (অপেক্ষমাণ) রয়েছে।  
  উল্লেখ্য, গতকাল ২০শে আগস্ট যাদের রিপোর্ট এসেছে তারা হলেন- প্রফেসর মোস্তাফিজুর রহমান(৫৭), রাজবাড়ী সদর উপজেলার আরিফা বিল্লাহ(৪৫), জিহান ফারিয়া(২০), ফেরদৌস আরা(৪৭), রিয়া(১৬), ইউনুস(৩৫), আশরাফুদ্দিন(৬০), শহীদুল হাসান(৪৮), খন্দকার শহীদুল হক(৮৫), সখিনা খন্দকার(৬৫), সুব্রত শিকদার(২৮), আব্দুল হাকিম(৪০), মোমিন হোসেন(৩৯), সাহেব আলী(৫৬), সুমন(৩০), ফারিহা(২০), আসাদুজ্জামান(৩১), নান্টু(৪০), ঐশী(২২), এজাজ(৩৫), সাদ্দাম হোসেন(২৯), বাদশা(৩৫), খলিলুর রহমান(৩২), শংকর সাহা(৫৫), আবুল হাশেম(৫০), সুরাইয়া(৪২), শ্রাবণী(১৬), আশা(৪০), রোজী(৩৫), তামিম(৯), মারুফুল হাসান(৫৬) ও ফাহিমা খাতুন(৪৫); কালুখালী উপজেলার সোরাপ সরদার(৩৫), সালাহ উদ্দিন(৩৫), মোশতাক হোসেন(৪২), বাবর আলী(৩৮), শিরিন আফরোজ(৩০), আবুল কালাম আজাদ(৩০), আনোয়ার হোসেন(৪০), রাশিদা বেগম(৩৮) ও রহিমা খাতুন(৪৬); পাংশা উপজেলার আব্দুল কুদ্দুস(৭০), ফিরোজ(৬০), সৌরভ(২৬), জান্নাতী(১৮), সঞ্চিতা বিশ্বাস(৩০), রাজিয়া(৫৫), নূরুল ইসলাম(৭০), শামসুন নাহার(৬৫), শুকুর মোল্লা(৭০), আব্দুল মজিদ(৪৫), রাফি(২৪), সুমন কুমার দে(৩৪), কামাল আল মামুন(২৯), গোয়ালন্দ উপজেলার মোঃ জাহাঙ্গীর চৌধুরী(৫৪), আবু বকর সিদ্দিক(৬৩) ও মমতাজ বেগম(৫৫)।   

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ