ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
নৌ-পুলিশের অভিযানে পদ্মা নদীতে দেয়া অবৈধ বাঁশ-জালের বাঁধ ধ্বংস
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-২৮ ১৪:০৯:০০

নৌ পুলিশের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকার পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে ৩টি অবৈধ বাঁধ ধ্বংস করা হয়েছে। 

   গতকাল ২৮শে নভেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে.এম সিরাজুল কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস, এএসআই রফিকসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

   দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে.এম সিরাজুল কবির জানান, পদ্মা নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরার সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ