ঢাকা বুধবার, আগস্ট ৬, ২০২৫
নৌ-পুলিশের অভিযানে পদ্মা নদীতে দেয়া অবৈধ বাঁশ-জালের বাঁধ ধ্বংস
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-২৮ ১৪:০৯:০০

নৌ পুলিশের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকার পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে ৩টি অবৈধ বাঁধ ধ্বংস করা হয়েছে। 

   গতকাল ২৮শে নভেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে.এম সিরাজুল কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস, এএসআই রফিকসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

   দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে.এম সিরাজুল কবির জানান, পদ্মা নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরার সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ