জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ৫ই আগস্ট বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে সমাবেশে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন, পৌরসভা আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহম্মদ খান, গোয়ালন্দ উপজেলা আমীর গোলাম আজম মীর, কালুখালী উপজেলা আমীর মোঃ আঃ রব, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ মোঃ রঞ্জু বিশ্বাস ও ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের বক্তব্য রাখেন। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম বলেন, এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই, অভ্যুত্থান হয়েছিল মূলত সংস্কারের জন্য, বৈষম্য মুক্তির সেই সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই হবে না। আমরা আগে সংস্কার তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এর আগে বিচারের একটা অংশ অবশ্যই দৃশ্যমান হতে হবে। গণহত্যার সাথে জড়িত খুনি হাসিনাসহ সকল পর্যায়ে গুম খুনের সাথে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি দিতে হবে। শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও তার বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশের ১৮ কোটি মানুষ মুক্তি লাভ করেছিল। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের পুনর্বাসন চাই। যারা ২ হাজার মানুষকে খুন করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। যে ২হাজার মানুষ শহীদ হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
তিনি আরো বলেন, আজকে দেশে আন্তর্জাতিক ও বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এই ফ্যাসিস্ট আবার দেশে আসতে চায়। এই দেশে ২হাজার শহীদের স্ত্রী ও তাদের সন্তানের বুক ফাটা কান্না থামে নাই। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে, পিলখানায় যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি আমরা। আজকে আমাদের সচেতন হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ওই ফ্যাসিট এর বিরুদ্ধে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। তারা যেন আর সাহস করে দেশে পুনরায় ফিরে না আসতে পারে। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এদেশের মানুষ, যুবক ও ছাত্ররা সচেতন আছে।
জেলা জামায়াতে আমীর বলেন, আজকে দেশের মানুষ স্বপ্ন দেখছে। এখন মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়। ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনাসাফপূর্ণ, দুর্নীতি মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, ঘুষ মুক্ত প্রশাসন চায়। আজকে জাতি ঐক্যবদ্ধ। অতীতে যারা ছিল তারা ব্যক্তিগতভাবে রাজনীতি করে। রাজনীতিকে তারা ব্যবসায়ে পরিণত করেছে। সে কারণে এসব পুরোনো দিনের রাজনীতি এখন মানুষ বিশ্বাস করে না। তাই আমাদেরকে ন্যায় ও ইনসাফ পূর্ণ কুরআনের শাসন ব্যবস্থার রাষ্ট্র গঠন করতে হবে।
সমাবেশ ও গণমিছিলে জেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।