ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-৩০ ১৩:৫০:৪২

রাজবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার আলোকে জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গতকাল ৩০শে নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ