ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর সুলতানপুর ও বসন্তপুর বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-০৩ ১৪:১১:২৩

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ও বসন্তপুর বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

   গতকাল ৩রা আগস্ট অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং মোড়কজাত বিধিমালা অমান্যসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সুলতানপুর বাজারের কফি টাইম এন্ড ফাস্ট ফুডকে ২ হাজার টাকা, মুজাহিদ মিষ্টান্ন ভান্ডারকে ৫শত টাকা, মাতুব্বর ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা ও বসন্তপুর বাজারের ভাই ভাই স্টোরকে ৫শত টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ