রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের তালপট্টি চেয়ারম্যান মোড় এলাকা থেকে ৫১০ পিস ইয়াবাসহ নায়েব আলী শেখ ওরফে গেদা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল ৩রা ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নায়েব আলী শেখ ওরফে গেদা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর গ্রামের মৃত বালাজ উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৪ঠা ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নায়েব আলী শেখ ওরফে গেদার বিরুদ্ধে আরও ৭টি মাদক বিচারাধীন রয়েছে।