ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৩মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-০৪ ১৩:০৮:০০

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৩জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 
   এ সময় তাদের কাছ থেকে মোট ১৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মাগুরা জেলার শ্রীপুর থানার আলমসার ইউনিয়নের ছোট উদাস এলাকার রায়হান জোয়াদ্দারের ছেলে সুজন জোয়াদ্দার ওরফে শেখ সাদি(২২), একই এলাকার জিয়াউর রহমান শেখের ছেলে সোহানুর রহমান শেখ(২৬) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার চারুলিয়া গ্রামের মৃত গোপাল খাঁর মেয়ে পূর্ণিমা বেগম(৫০)। তাদের মধ্যে সুজন ও সোহানুরকে গত ৩রা ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকাগামী একটি বাস থেকে ১০২ বোতল ফেন্সিডিলসহ এবং পূর্ণিমাকে আগের দিন ২রা ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই স্থানে দৌলতদিয়া ঘাটগামী আরেকটি বাস থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় ২টি মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।   

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ