যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত ও রাজাকারদের সঠিক তালিকা করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখা।
গতকাল ৪ঠা ডিসেম্বর বেলা ১২টার দিকে প্রথমে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসীন মৃধা, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি আবু হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মিয়া আকাশ আহমেদ রাসেল, শাখাওয়াত হোসেন সোহান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে র্যালী করে প্রধান সড়ক দিয়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ স্মারকলিপিটি গ্রহণ করেন।