ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
পাংশার ২টি খাবার হোটেল ও ১টি মুদী দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-০৪ ১৩:২৪:৫৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তত্তিপুর বাসস্ট্যান্ড (ডন মোড়) এলাকার ২টি খাবারের হোটেল ও ১টি মুদী দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

   গতকাল ৪ঠা ডিসেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তত্তিপুর বাসস্ট্যান্ড (ডন মোড়) এলাকার মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা এবং আব্দুল কুদ্দুস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সোনার মানুষ গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে--সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
সর্বশেষ সংবাদ