ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-০৪ ১৩:৪১:৪৯

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে গতকাল ৪ঠা নভেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
   সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান এবং বিশেষ অতিথি হিসাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম। 
   প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা ইতিমধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদেরকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যেন নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় সচেতনতার অভাবে নিরাপদ খাদ্যও অনিরাপদ হয়ে যায়। ফ্রিজে একসঙ্গে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার রাখা যাবে না। বাজার থেকে একই ব্যাগে কাঁচা মাছ-মাংসের সাথে শাক-সবজি আনা যাবে না, ভিন্ন ব্যাগে আনতে হবে। আপনারা জনপ্রতিনিধি, সার্বক্ষণিক জনগণের পাশে থাকেন-তাই নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের এই বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। জনগণের কাছে এই বিষয়টা আরও ভালোভাবে পৌঁছে দিতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। 
   সভায় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান রতন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার শেখ, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সচিব, রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহির রাজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা আলম ডেইজি, মমতাজ বেগম ও মরিয়ম কাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ