ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-০৯ ১৪:০০:১৮

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

  জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের ব্যানারে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, এডঃ রফিকুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, সাবেক সদস্য আঃ সালাম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম লাভলু, এডঃ আশরাফুল ইসলাম আশা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

  প্রতিবাদ সমাবেশ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড ভাবে মোটর সাইকেলযোগে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল করে।       

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ