ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে রাজবাড়ীতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-০৯ ১৪:০২:৫৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, অন্যান্য অতিথিদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন এবং সঞ্চালনা করেন একই কার্যালয়ের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম ও প্রশিক্ষক সাদমান সাকিব রাফি। 

  অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত জেলা ও সদর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদেরকে উত্তরীয়, ফুল, সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। 

  জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতারা হলেন ঃ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার ইতি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বাসন্তী রাণী বিশ্বাস, সফল জননী সাহেরা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অনিমা রাণী সাহা ও সমাজ উন্নয়নে অবদান রাখা লুৎফুন নাহার মিতা। 

  সদর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতারা হলেন ঃ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফারহানা জাহান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সোনিয়া মওলা, সফল জননী সাহেরা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রায়হাতুন ফেরদৌসী ও সমাজ উন্নয়নে অবদান রাখা লুৎফুন নাহার মিতা। 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ