ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ী সদরের মিজানপুরে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-১০ ১৩:১৩:৪৫

রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে গতকাল ১০ই ডিসেম্বর বিকালে মিজানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় নিরাপদ মাছ উৎপাদনে উত্তম মৎস্য চাষ (জিএপি) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

  মিজানপুর ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, অন্যান্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, রাজবাড়ী মৎস্য খামারের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, উপস্থাপক ও প্রশিক্ষক হিসাবে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

  প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে। ক্রম-বর্ধমান চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ মৎস্য উৎপাদনের উপরও গুরুত্ব দিতে হবে।     

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ