ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
বালিয়াকান্দিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-১২ ১৫:২৬:০৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই ডিসেম্বর সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখান থেকে র‌্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, স্বাস্থ্য কমপ্লে¬ক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম ও মহিলা পরিষদের সভাপতি বাসন্তী স্যানাল প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ