ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
মহান বিজয় দিবসে রাজবাড়ীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-১৭ ১৫:৪৩:৫১

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন উদ্দিন বতু, সাবেক কমান্ডার আবুল হোসেন, অন্যান্যদের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও আর.এস.কে ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না রাণী সাহা। 

  আলোচনা সভা শেষে অতিথিগণ মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সবশেষে বর্ণিল আতশবাজী প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ