রাজবাড়ী জেলার কালুখালীতে এনজিও সিএসএসের মাইক্রো-ফাইন্যান্স প্রোগ্রামের হার্ভেস্ট প্রজেক্টের দলনেত্রী উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫শে আগস্ট সকালে কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিএসএসের কালুখালী শাখার ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, অন্যান্যের মধ্যে সিএসএসের রিজিওনাল ম্যানেজার প্রীতিশ রায় ও রাজবাড়ী শাখার ব্যবস্থাপক বাসারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।