ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাইয়ে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১২ ১৭:৩৩:০৮

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজবাড়ী -১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ উপলক্ষে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১২ই জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনায় ও রাজবাড়ী জেলা শাখার ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলনের সদর ও পাংশা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ জাহাঙ্গীর আলম খাঁন(জাহিদ হাসান) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
 ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী আরিফুল ইসলামের পরিচালনা ও সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
 সম্মেলনে অতিথিরা দলীয় শৃঙ্খলা ও নিয়ম নীতি মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন ও সেই সাথে তৃনমূল পর্যায় সংগঠনের মজবুতি অর্জনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ