ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
চন্দনীতে ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-২৯ ১৩:২২:১৩

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলাকালে চন্দনী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর ও সাধারণ সম্পাদক (ইউপি চেয়ারম্যান) আব্দুর রবের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

   গতকাল ২৯শে ডিসেম্বর বিকালে চন্দনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং প্রধান বক্তা হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য রাখেন।

এছাড়া অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা পরিষদের সদস্য আজম আলী মন্ডল, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি ও বিপ্লব মুক্ত বিশ্বাস বক্তব্য দেন।

চন্দনী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরদার আলাল, জেলা পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া সূর্য, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল রানা জয়, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তানভিরুল ইসলাম হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলন সঞ্চালনা করেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নাম চাওয়া হয়। এতে সভাপতি পদে আবু দাউদ, সালাম শেখ ও আলমগীর হোসেন আলমের এবং সাধারণ সম্পাদক পদে সবুজ মোল্লার নাম প্রস্তাব করা হয়। নেতৃবৃন্দ সভাপতির নাম ঘোষণা করতে গেলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন নেতৃবৃন্দ দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন। পরে চন্দনী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর ও সাধারণ সম্পাদক (ইউপি চেয়ারম্যান) আব্দুর রবের অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ