ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী রাস্তার মোড় থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ পিকআপ চালক গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-৩১ ১৫:৩২:২৭

 র‌্যাবের অভিযানে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় থেকে ২৫২ বোতল ফেনসিডিলসহ হাসান আলী (২৫) নামে এক পিকআপ চালক গ্রেফতার হয়েছে। 

   গোপন তথ্যের ভিত্তিতে গত ৩০শে ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটক করে। এরপর চালক হাসান আলীর সীটের নীচ থেকে ২টি বস্তাভর্তি ফেনসিডিলগুলো উদ্ধার ও তাকে গ্রেফতার করে। এছাড়া পিকআপটি জব্দ করা হয়। 
   র‌্যাব জানায়, গ্রেফতারকৃত হাসান আলী পিকআপ চালানোর আড়ালে ফেনসিডিল চালান পরিবহন করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ