ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
একজন উদ্যোগী সৃজনশীল জনপ্রতিনিধি শওকত হাসান
  • এম. দেলোয়ার হোসেন
  • ২০২২-১২-৩১ ১৫:৪৭:৩৭

পদ্মা কন্যাখ্যাত রাজবাড়ীতে যারা জনপ্রতিনিধি হয়ে সমাজসেবায় অনন্য অবদান রেখেছেন তাদের মধ্যে প্রবীণ অনেকেই রয়েছেন। কিন্তু নবীন ও উদীয়মান যে ক’জন প্রতিনিধি সমাজসেবায় সৃজনশীল কর্মকান্ডে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান অন্যতম। তিনি একজন মানবিক মানুষ। গতকাল ৩১ শে ডিসেম্বর ছিল তার ৫৪তম জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে অগনিত  শুভাকাঙ্খী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে উঠেন তিনি।

   মোঃ শওকত হাসানের পিতা ছিলেন আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক পর পর তিনবার নির্বাচিত সফল জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আজাহার আলী শেখ। তিনি ছিলেন খুবই সহজ-সরল সাধারণ কর্মচঞ্চল একজন সমাজসেবক। আলীপুরে অতীতে যতগুলো প্রতিষ্ঠান, রাস্তাঘাট রয়েছে প্রায় সবগুলোই তার প্রচেষ্টায় গড়ে উঠেছিল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় হতে প্রায় মৃত্যু অবধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ীতে সে সময়ের বেঁচে থাকা প্রবীণ সকল মানুষের মুখে মুখে আজও তার সুনাম শোনা যায়। 
   মোঃ শওকত হাসান ছোটবেলা থেকেই বিনয়ী, দূরদর্শী ও সৃজনশীল চিন্তা-ভাবনা নিয়ে সমাজসেবার কাজে এগিয়ে যাচ্ছেন। শিশুকালে আলাদিপুর আর.সি সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণী, আলাদিপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও রাজবাড়ী সরকারী কলেজ হতে স্নাতক ডিগ্রী অর্জন করে ফরিদপুর রাজেন্দ্র কলেজ হতে এম.কম (১ম পার্ট) শেষ করে শিক্ষা জীবনের ইতি টানেন। সামাজিক কাজে যুক্ত হয়ে তিনি ইন্দ্রনারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ অনেকগুলো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান থাকাকালীন সময়। আলীপুরে শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে সফলতা পেয়ে প্রশংসিত হয়েছেন।

তার উল্লেখযোগ্য কাজ সমূহ

   শিক্ষা ক্ষেত্রে ঃ ইন্দ্রনারায়ণ সরকারী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। কমল-কুড়ি নামে ২০০৫ সাল হতে শিশু বিদ্যালয় (শিশু শ্রেণী) চালু করে বাংলাদেশের মধ্যে অনন্য নজির স্থাপন করেছেন। ৯টি ওয়ার্ডের ১০টি শিশু বিদ্যালয় কার্যক্রম গ্রহণ, ১০ জন শিক্ষক ও একজন সুপারভাইজার নিয়োগ দিয়ে (বই খাতা, কলম, পেন্সিলসহ সকল প্রকার শিক্ষা উপকরণ) প্রাথমিক শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। দেখা যায়, পরবর্তীতে সরকার ২০১০ হতে প্রাথমিক পর্যায়ে সরকারীভাবে শিশু শ্রেণী চালু করেন। যে চিন্তা-ভাবনা মোঃ শওকত হাসান ২০০৫ সালেই গ্রহণ করেছিলেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ২০০৭ সালে ইউনিয়ন পর্যায়ে সকল শিক্ষার্থীর মায়েদের নিয়ে মা সমাবেশ করে সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যেখানে শিশু চিকিৎসক, শিশু শিক্ষা বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকতা ও প্রায় সকল প্রাথমিক প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেছিলেন। যে অনুষ্ঠানটি ছিল একটি মা সমাবেশের রোল মডেল। আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় ফেল করা ৫৫ জন ছাত্রকে বিশেষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে তাদের মধ্য হতে ৪০ জনকে এসএসসি পরীক্ষায় পাশ করার যোগ্য করে গড়ে তুলেছিলেন।
   দৃষ্টিনন্দন মার্কেট নির্মাণ ঃ ইউনিয়ন পরিষদের প্রায় ৪০ বছর যাবৎ পরিত্যক্ত ভূমি উন্নয়ন করে নবগঠিত আলীপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মরহুম আজাহার চেয়ারম্যান ইউপি সুপার মার্কেট নির্মাণ এক অসাধারণ সাহসী পদক্ষেপ। ৪০ বছর যে ভূমি হতে এক টাকাও রাজস্ব আসেনি সেই ভূমিতে মার্কেট নির্মাণের কারণে (অন্যের টাকায় ইউপি সম্পদ) এখন প্রতি মাসে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা রাজস্ব আয় করছে ইউনিয়ন পরিষদ। বিগত ৪০ বছর যেখানে এই ভূমি পরিত্যক্ত ছিল সেখানে এখন থেকে আগামী ৪০ বছরে ইউনিয়ন পরিষদ প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আয় করবে। প্রায় ৩০০টি পরিবারের মানুষের কর্মসংস্থান যেন এর ছোট একটি শিল্প পাড়া যা সারা বাংলাদেশের এক অনন্য উদাহরণ। 
   দৃষ্টিনন্দন রোড লাইটিং ঃ ইউনিয়নের প্রায় ৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে মুজিব শতবর্ষে দৃষ্টিনন্দন সৃজনশীল রোড লাইট স্থাপন যা সারা বাংলাদেশের রোল মডেল। রাজবাড়ীর সাধারণ মানুষ যেটা দারুনভাবে গ্রহণ করেছে। এছাড়া ইউনিয়নের প্রত্যেকটি বাজার, গুরুত্বপূর্ণ স্থানসহ প্রত্যেক রাস্তায় নিরাপত্তা লাইট স্থাপন করেন। এর কারণে উপজেলা প্রশাসন হতে মোঃ শওকত হাসানকে ‘আলোর ফেরীওয়ালা’ উপাধিতে ভূষিত করা হয়। রাতে মানুষ ঘুমিয়ে থাকে আর মোঃ শওকত হাসানের স্থাপিত বাতিগুলো তাদেরকে পাহারা দিতে থাকে।
   মুজিব কানন ও মিনি শিশু পার্ক স্থাপন ঃ মুজিব শতবর্ষে ‘আমার গ্রাম আমার শহর’ গড়ার প্রত্যয়ে অজো পাড়া-গাঁয়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দৃষ্টিনন্দন পার্ক তৈরি রাজবাড়ীতে শিশুদের বিনোদনের জন্য ইউনিয়ন পর্যায়ে আরেকটি অনন্য উদাহরণ। প্রতিদিন সেখানে শত শত শিশুসহ সকল বয়সী মানুষের সময় কাটানোর অপূর্ব দৃশ্য। প্রতিদিন হাজারও মানুষের মিলনমেলা। এই পার্কটি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য ছিল রাজবাড়ীতে প্রায় আরও ১০টি পার্ক স্থাপনের প্রেরণা ও উৎসাহ।
   কৃষি জমির বহুমূখী ব্যবহারঃ একই জমি বার বার ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য মোঃ শওকত হাসান বিভিন্নভাবে জলাবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেন, পাইপ, কালভার্ট নির্মাণ করে অনাবাদী জমিতে ফসল উৎপাদনের ব্যবস্থা করেন। যে কাজগুলো ইউনিয়নের পক্ষে করা সম্ভব নয় সেটাও তিনি জনগণকে সম্পৃক্ত করে সফল করেছেন। 
   আমার গ্রাম আমার শহরঃ শহরের ন্যায় সকল নাগরিক সুবিধার সুযোগ তৈরি করে আলীপুর ইউনিয়নকে শহরে রূপান্তিত করার সকল উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তার প্রচেষ্টায় আলীপুর ইউনিয়নের আলাদিপুর এখন নতুন শহর।
   অ্যাম্বুলেন্স সেবা প্রদান ঃ শুধু রাজবাড়ী নয় সারা বাংলাদেশের মধ্যে যে ক’টি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার জন্য অ্যাম্বুলেন্স ক্রয় করে জনগণকে সেবা দিয়েছেন তাদের মধ্যে মোঃ শওকত হাসান একজন মানবিক মানুষ। যিনি মুজিব শতবর্ষে করোনাকালীন সময়ে এই সেবাটি চালু করে ইউপিকে যোগ্য জায়গায় নিয়ে গিয়েছেন এবং মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। 
   শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত ঃ পারফরমেন্সের মূল্যায়নে আলীপুর ইউনিয়ন ৪ (চার) বার জেলার মধ্যে ১ম স্থান অর্জন করে একমাত্র মোঃ শওকত হাসানের নানামুখী সৃজনশীল কাজের জন্য। আর এ কারণেই তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন এবং সরকারীভাবে মালয়েশিয়া ও ফিলিপাইন ভ্রমণ করেন।
   রাজনৈতিক অংশগ্রহণ ঃ তিনি ছোটবেলা হতে বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। ইউনিয়ন, উপজেলা, জেলা ছাত্রলীগে, ইউনিয়ন, উপজেলা ও জেলা যুবলীগের রাজনৈতিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজবাড়ী সদর থানা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে রাজনৈতিক অঙ্গনে সমাদৃত হয়েছেন। রাজনৈতিক ও সামাজিক সকল মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা সীমা-পরিসীমা পেরিয়ে অনেকদূর এগিয়ে গেছেন। সকল মহলের প্রিয় ব্যক্তিত্বের নাম মোঃ শওকত হাসান। প্রবীণ কিংবা নবীন যুবক কিংবা কিশোর, সকল শ্রেণীর পেশার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশী।
   ক্রীড়া ক্ষেত্রে ঃ মোঃ শওকত হাসানের হাত ধরে আলীপুর ক্রীড়াঙ্গন হয়ে উঠেছিল মুখরিত ও প্রসারিত। খানখানাপুর, মূলঘর,পাঁচুরিয়া হতে ফাইনাল ট্রফি তাদের হাতে উঠেছিল। শত শত ফুটবল, বুটসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ ছিল ক্রীড়া ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ।
   বিজয় মেলা ঃ বিজয় মেলা তার অসামান্য সৃষ্টি। আলাদিপুরের বিজয় মেলা শুধু রাজবাড়ী নয় বৃহত্তর ফরিদপুরে প্রথম ও সারা বাংলাদেশের তৃতীয় বিজয় মেলা। সেই বিজয় মেলা ১৯৯০ সালে তিনি প্রথম তৈরি করেছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ও ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্ভবত এ মেলাতেই রাজবাড়ীতে প্রথম বেসরকারীভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হতো। 
   উপসংহার ঃ বাহারী গুণে সমৃদ্ধ মোঃ শওকত হাসান। সকল ক্ষেত্রেই তুমি যেমন দক্ষ ও সৃজনশীল। জনগণ, সমাজ সেবক, রাজনৈতিক অঙ্গন, প্রশাসনের বিভিন্ন স্থানে সকল মহলে তিনি প্রায় সমান পরিচিত ও গ্রহণযোগ্য। মোঃ শওকত হাসানের মতো উদীয়মান, এমন একজন গুণী মানুষ এ জেলায় আরও হাজার হাজার তৈরি হোক-এটাই আমাদের প্রত্যাশা। তুমি এগিয়ে যাও তোমার আগমনের অপেক্ষায় হাজারও মানুষ, তোমাদের মতো মানুষই হবে রাজবাড়ীর কাম্য-যারা ভিন্ন মাত্রায় নতুন সূর্য এনে বদলে দিবে রাজবাড়ীকে। শুভ জন্মদিন প্রিয় মোঃ শওকত হাসান। শুভ হোক তোমার আগামীর পথ চলা।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ