নাব্যতা সংকটের কারণে ড্রেজিংয়ের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর বিআইডব্লিউটিসির অধীনে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরী সার্ভিস চালু হয়েছে।
গতকাল ১লা জানুয়ারী বেলা সাড়ে ৩টার দিকে জৌকুড়া ঘাট থেকে ‘কদম’ নামে একটি ফেরীর মাধ্যমে পরীক্ষামূলক এ সার্ভিস চালু হয়। ৩টি ছোট যানবাহন ও বেশকিছু যাত্রী নিয়ে ফেরীটি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে এই রুটে ফেরীর সংখ্যা বৃদ্ধি করা হবে। এর আগে এই নৌরুটে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ফেরী চলাচল করতো।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম আরিফ উদ্দীন বলেন, আমরা ১২ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটটি সচল করেছি। এই নৌরুটটি যাতে সারা বছর সচল থাকে সে জন্য আমরা কাজ করে যাবো।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস.এম আশিকুজ্জামান বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে বিআইডব্লিউটিসির অধীনে ফেরী চলাচল শুরু হলো। এখন থেকে কদম, ক্যামেলিয়া ও কুঞ্জলতা নামের ৩টি ফেরি চলাচল করবে। এরপর যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে এ নৌরুটের ফেরী চলাচল উদ্বোধন করা হবে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সড়ক ও জনপথ বিভাগ এ নৌরুটের ফেরী সার্ভিস পরিচালনা করতো। কিন্তু নাব্যতা সংকটের জন্য বছরের অধিকাংশ সময়ই ফেরী বন্ধ থাকতো। পরে নৌ পরিবহণ মন্ত্রণালয় এ নৌরুট সারা বছর সচল রাখার উদ্যোগ গ্রহণ করে। সে লক্ষ্যে ড্রেজিং করাসহ দুই পাড়ে নতুন করে ঘাট স্থাপন করা হয়েছে।