ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-০১ ১৪:০৪:০৫

 রাজবাড়ীতে বছরের প্রথম দিনেই বই উৎসব হয়েছে। এবার জেলায় ৩ লাখ ৩৬ হাজার ১০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে। 

গতকাল ১লা জানুয়ারী সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বই উৎসবের উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী। এ বই উৎসব যৌথভাবে আয়োজন করে সদর উপজেলা শিক্ষা অফিস ও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়।
 
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার বক্তব্য দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, সহকারী শিক্ষক খোন্দকার জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা খান। অনুষ্ঠানে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ রাজবাড়ী পৌরসভা এলাকার ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল জানান, এবার জেলার ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৭ হাজার ৩০১ জন শিক্ষার্থী নতুন বই পাবে। তবে সকল বই তারা এখনো হাতে পাননি। যে যে বই পেয়েছেন, তা সবই স্কুল গুলোতে পাঠানো হয়েছে। বাকি বই গুলো প্রাপ্তি স্বাপেক্ষে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে।
 জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান, জেলার ২৩২ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসায় ১লাখ ১৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়া হবে। 
তিনিও বলেন, সকল বই তারা পাননি। প্রাপ্তি স্বাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।

আওয়ামী লীগ ১৭ বছর হিন্দুদের নিরাপত্তা দিতে পারে নাই ঃ খৈয়ম
রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ শহীদ মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র
রাজবাড়ীতে ১২০ টাকায় আবেদন করে যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ১৫জন
সর্বশেষ সংবাদ